ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

দুবাইয়ে ঈদ উপলক্ষে ছয় দিনের ফ্রি গাড়ি পার্কিং

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
দুবাইয়ে ঈদ উপলক্ষে ছয় দিনের ফ্রি গাড়ি পার্কিং

দুবাই: পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে ছয় দিনের জন্য ফ্রি গাড়ি পার্কিংয়ের ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) দুবাই সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ (আরটিএ) এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দেয়।



আগামী রোববার (১১ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) পর্যন্ত এ সুবিধা থাকবে। পুনরায় শনিবার (১৭ সেপ্টেম্বর) থেকে পুনর্বহাল করা হবে।

ছুটির উপর গণপরিবহনের সময়সূচি সম্পর্কে আরও তথ্য জানার জন্য আরটিএ ওয়েবসাইট (www.rta.ae) বা সামাজিক মিডিয়া ফিড চেক করুন।

বাংলাদেশ সময়: ০৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৬
এসএনএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ