ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

দুবাইয়ে গরুর তাণ্ডবে আহত ৪

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
দুবাইয়ে গরুর তাণ্ডবে আহত ৪ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাই: সংযুক্ত আরব-আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের দেরা বাজারে গরুর তাণ্ডবে এক পুলিশসহ চারজন আহত হয়েছেন।

রোববার (১১ সেপ্টেম্বর) স্থানীয় দুপুর ১টার দিকে দেরা বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রবাসী বাংলাদেশি ক্রেতা মুহাম্মদ ইউনুছ বাংলানিউজকে বলেন, দুবাই আল-গেসেজ গরু-ছাগলের বাজার থেকে গরু কিনে ফেরার সময় গরুটি তাণ্ডব শুরু করলে চারজন আহত হন। এ সময়  পুলিশসহ আমরা ১৫/১৬ জন প্রবাসী বাংলাদেশি মিলে মুরশিদ বাজার এলাকা থেকে গরুটিকে আটক করেছি। কোরবানির জন্য ৮ হাজার দিরহাম দিয়ে গুরুটি ক্রয় করা হয়েছে।

এ ঘটনায় দুবাই পুলিশ নেজাম ও শাহজাহান নামে দুই প্রবাসী বাংলাদেশির আমিরাত আইডি কার্ড জব্দ করে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
ওএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ