ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

দুবাইয়ে ঈদের জামাত অনুষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
দুবাইয়ে ঈদের জামাত অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাই ঈদগাহ ময়দান থেকে: সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাই নগরীর দেরাতে অবস্থিত ঐতিহ্যবাহী দুবাই ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টা ২৫ মিনিটে অনুষ্ঠিত ঈদ জামাতের ইমামতি করেন শেখ মুহাম্মদ হামদান।

জামাতে হাজার হাজার মুসল্লি অংশ নেন। সূর্য ওঠার আগেই ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হওয়ায় মুসল্লিরা রাস্তায় অবস্থান নিয়ে নামাজ আদায় করেন।

সাধারণত এখানে ফজরের নামাজের পর থেকে সব মসজিদে আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে আমিরাতের প্রতিটি মসজিদ।

স্থানীয় আরবিদের সঙ্গে এ ঈদগাহ ময়দানে বেশির ভাগ মুসল্লি বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয়। ঈদের জামাত শেষে মুসলিম উম্মাহ ও স্বদেশের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
 
মোনাজাত শেষে পরস্পরের সঙ্গে কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়াও  আবুধাবীতে ৬.১৯, শারজাতে ৬.২৩, আজমানে ৬.২৩, ফুজাইরাতে ৬.২০, উম্মে আল কুইনে ৬.২৩ এবং  রাস আল খাইমাতে ৬.২১ মিনিটের মধ্যেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ