ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

পশু কোরবানির মধ্যদিয়ে আমিরাতে বাঙালিদের ঈদ উদযাপিত

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
পশু কোরবানির মধ্যদিয়ে আমিরাতে বাঙালিদের ঈদ উদযাপিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাই থেকে: সংযুক্ত আরব আমিরাতে পশু কোরবানির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) ঈদের জামাত শেষ করে নিজ নিজ স্থানে গরু, উট, ছাগল, ভেড়া ও দুম্বা কোরবানি দেওয়া হয়।

যদিও বাংলাদেশের মতো ঈদের আমেজ এখানে পুরোপুরি থাকে না, তবে এখানকার প্রবাসীরা সাধ্যমতো চেষ্টা করেন একে অন্যের সঙ্গে কুশল বিনিময়, কোলাকুলি, খাওয়া-দাওয়া এবং ঘুরে বেড়ানোর মধ্য দিয়ে ঈদের দিনটি পার করতে।

আমিরাতে অবস্থানরত প্রবাসীদের মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ অন্যান্য দেশগুলোর নাগরিকদের বেশিরভাগই গরু ও ছাগল কোরবানি দেন। মাংস কাটা শেষ হলে তারা নিজ নিজ বাড়িতে রান্না শুরু করেন। পরে একে অন্যকে নিয়ে খাওয়া-দাওয়া করেন।

পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটিসহ নয়দিন ও বেসরকারি চাকরিজীবীদের তিনদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ