ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাত রাষ্ট্রপতির ঈদ শুভেচ্ছা বিনিময়

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৬
আমিরাত রাষ্ট্রপতির ঈদ শুভেচ্ছা বিনিময়

আবুধাবি: ঈদ-উল আজহা উপলক্ষে সংযুক্ত আরব-আমিরাতের শাসক ও ক্রাউন প্রিন্সদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান।

সোমবার (১২ সেপ্টেম্বর) রাজধানী আবুধাবির প্যালেসে এ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব-আমিরাতের প্রধানমন্ত্রী, ভাইস প্রেসিডেন্ট দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাক্তউম ও আবুধাবি'র ক্রাউন প্রিন্স এবং সংযুক্ত আরব আমিরাত সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার, আবুধাবি শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

আরও উপস্থিত ছিলেন শারজাহ’র শাসক ড. শেখ সুলতান বিন মোহাম্মদ আল কাসিমি, ফুজাইরাহ শাসক শেখ হামাদ বিন মোহাম্মদ আল শারকি, রাস-আল খাইমা’র শাসক শেখ সৌদ বিন সাকার আল কাসিমি, আজমান শাসক শেখ হুমাইদ বিন রশিদ আল নুয়াইমি ও উম্ম আল কায়ওয়েন শাসক শেখ সৌদ বিন রশিদ আল মুয়াল্লাহ।

আমিরাতের শেখ পরিবারের সদস্য, বিশিষ্ট ব্যক্তি এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গেও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৬
ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ