ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

ঈদ ‍উপলক্ষে দুবাই পুলিশের মিষ্টি বিতরণ

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৬
ঈদ ‍উপলক্ষে দুবাই পুলিশের মিষ্টি বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাই: ঈদ-উল আজহা উপলক্ষে মেট্রো স্টেশনসহ বিভিন্ন পরিবহনের প্রায় তিন হাজার যাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ করেছে দুবাই পুলিশ।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুবাই পরিবহন নিরাপত্তা প্রশাসন ডিস্ট্রিবিউটরের উদ্যোগে এ মিষ্টি বিতরণ করা হয়।

এক বিবৃতিতে এ তথ্য জানান পরিবহন নিরাপত্তা প্রশাসন পরিচালক কর্নেল মোহাম্মদ আহমেদ আল বাস্তাকি।

তিনি বলেন, জনগণের সেবায় পুলিশ। তাই সবাই একসঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতেই এ উদ্যোগ।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৬
ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ