ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাত স্বেচ্ছাসেবক লীগের ঈদ পুনর্মিলনী

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৬
আমিরাত স্বেচ্ছাসেবক লীগের ঈদ পুনর্মিলনী

দুবাই: সংযুক্ত আরব আমিরাত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ অনুষ্ঠান হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুবাই আল-মানার হোটেল হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আমিরাত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হোসেন।

আমিরাত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাহাদ আলী ফাহাদ ও সাংগঠনিক সম্পাদক সোহেল মাঝিদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমিরাতে সফরত বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক প্রশান্ত ভূষণ বড়ুয়া।

মুহাম্মদ বিল্লাল প্রথমে পবিত্র কোরআন থেকে পাঠ করেন। পরে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, আমিরাত আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ মুহাম্মদ আল মামুন সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমিরাত আওয়ামী লীগ যুবলীগের সাধারণ সম্পাদক এস এম নিজাম, দুবাই বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী মোহাম্মদ আলী, দুবাই আওয়ামী যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন, দুবাই আল-আবির আওয়ামী যুবলীগের সভাপতি জাহেদ চৌধুরী, আমিরাত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শফিউল আজম, আজমান আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আজমান শাখার আহবায়ক বাবু রিকু শর্মা, দুবাই আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাহাব উদ্দিন।

আরও ছিলেন ইয়াছিন চৌধুরী, জাহেদুল ইসলাম, হাসান মুরাদ, মেহেদি হাসান, মাসুদ, সাইমুন ইসলাম, রাজুদ্দিন আহম্মদ রাজু, সালাহ উদ্দিন চৌধুরী, এম এ রাশেদ, শিমুল মোস্তাফা, মাইনুল, মিজান, মুহাম্মদ রাশেদ, আনোয়ার, সুলতান আহম্মদ, মুহাম্মদ হানিফ, শাহ আলম ভুইঞা, ফখরুদ্দিন ও এনাম চৌধুরী।

বাংলাদেশ সময়: ০৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ