ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

ঈদ উপলক্ষে আমিরাতে প্রবাসীদের চা চক্র

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৬
ঈদ উপলক্ষে আমিরাতে প্রবাসীদের চা চক্র

আল-আইন: ঈদুল আজহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের চা চক্র অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে দেশটির আল-আইন শহরে আওয়ামী লীগের উপদেষ্টা মুহাম্মদ কাছা উদ্দিনের বাসায় এ চক্র অনুষ্ঠিত হয়।

চা চক্রে উপস্থিত ছিলেন- আল-আইন শহরের আওয়ামী লীগের উপদেষ্টা রহমত আলী সুয়েব, বঙ্গবন্ধু পরিষদের নেতা আব্দুল হক, শামসুল কবির জাহাঙ্গীর, যুবলীগের সহসভাপতি হাজী হাবিবুর রহমান লেবু, আঞ্জুমানে আল ইসলাহ শারজাহ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান চৌধুরী, দুবাই আওয়ামী লীগের সহসাংগঠনিক সম্পাদক এম নাজমুল ইসলাম, অর্থসম্পাদক জাবেদুল ইসলাম জুনেদ, আল আইনের ব্যবসায়ী হাসান আহমদ, নাবিদ আহম্মদ প্রমুখ।

চা-চক্রে ঈদের শুভেচ্ছার মাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, জঙ্গিবাদ মোকাবেলায় করণীয়সহ নানা বিষয়ে আলোচনা হয়।

আমিরাতের বিভিন্ন ঘটনাবলি ও অনুষ্ঠানের সংবাদ দ্রুত বাংলানিউজে প্রকাশ করার জন্য অতিথিরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৬
টিআই

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ