ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে হান্নান শাহ’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৬
আমিরাতে হান্নান শাহ’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাই: সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০২ অক্টোবর) দুবাই বিএনপির কেন্দ্রীয় কমিটির আয়োজনে জাগি রেস্টুরেন্টের হল রুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইমরান হোসেনের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন দুবাই বিএনপির সভাপতি মুহাম্মদ রফিক।

মাওলানা মুহাম্মদ ইদ্রিসের পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে ছিলেন দুবাই বিএনপির সাধারণ সম্পাদক সাইমুন রানা ফারুক ভুঁইয়া।

এসময় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন- আনোয়ারুল আলম মুনছুর, হুমায়ন কবির সুমন, মাওলানা মুহাম্মদ সোয়েব, জায়নাল আবেদিন জিল্লু, ফজুলুল রহমান খান পাপ্পু, শাহাদাৎ হোসেন তালুকদার, মুহাম্মদ জলিল, নাসির শিকদার, মুহাম্মদ ইলিয়াস, সেলিম আজাদ মুন্না, মুহাম্মদ শহিদ চুট্টু, আকরামুল হক সুমন, ইসমত আলী ও জাকির হোসেন।

দোয়া-মাহফিলে উপস্থিত সবাই মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দেশ, জাতি, বিশ্ব উম্মাহ শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ০৬২৭ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৬
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ