ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে নিহত বাদশাহর মরদেহ আসছে সকালে

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৬
আমিরাতে নিহত বাদশাহর মরদেহ আসছে সকালে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আবুধাবী: সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের মুহাম্মদ আলী আকবার বাদশাহর মরদেহ দেশে যাচ্ছে মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে।

তার মরদেহ নিয়ে সোমবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টায় আবুধাবী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সকাল সাড়ে ৬টায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পৌঁছাবে।

বিষয়টি বাংলানিউজকে জানান বাদশাহর এলাকার বাসিন্দা প্রবাসী মুহাম্মদ সরওয়ার উদ্দিন রনি।

গত বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে আমিরাতের গ্রিনসিটি আল আইনের আল ওয়াগন থেকে আবুধাবী যাওয়ার পথে মারা যান বাদশাহ। সোমবার (৩ অক্টোবর) আসরের নামাজের পর আল-আইন জিমি মেডিকেল হাসপাতালের জামে মসজিদ মাঠে তার নামাজে জানাজা সম্পন্ন হয়।

বাদশাহ চট্টগ্রামের মিরসরাই থানার তারাকাটিয়া গ্রামের মৃত মাহামুদুল হকের  ছেলে।

বিমান অফিস, দূতাবাসের লেবার কাউন্সিলর আরমান উল্লাহ চৌধুরী ও  আইটি র্কমর্কতা মোল্লা ওসমান গণির আন্তরিকতায় মরদেহ দেশে পাঠানোর কাজটি দ্রুত হওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাদশাহর বড় ভাই মুহাম্মদ নজরুল ইসলাম ও স্বজনরা।

বাংলাদেশ সময়: ০৫৩৮ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ