ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আমিরাতে বঙ্গবন্ধু পরিষদের সাংবাদিক সম্মেলন

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
আমিরাতে বঙ্গবন্ধু পরিষদের সাংবাদিক সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আবুধাবি: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য বঙ্গবন্ধু পরিষদ সমন্বয় কমিটির উদ্যোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৭ অক্টোবর) আবুধাবি সেন্ড মেরিন হোটেল হল রুমে দিনগত রাতে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, মধ্যপ্রাচ্য বঙ্গবন্ধু পরিষদ এর প্রধান সমন্বয়ক এবং সংযুক্ত আরব আমিরাত বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ ইফতেখার হোসেন বাবুল, আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক নাসির তালুকদার, সংগঠনের সিনিয়র সহ সভাপতি  ইমরাত হোসেন ইমু, মোহাম্মদ ইয়াছিন, আবদুস সামাদ,  সম্পাদক মনির হোসেন, গোলাম কাদের ইফতি, আবুধাবী কেন্দ্রীয় যুবলীগের আহবায়ক জি এস মোশারেফ, আবুধাবি যুবলীগ কেন্দ্রীয় কমিটি সদস্য সচিব তৌহিদুল ইসলাম ফিরোজ, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি রুহুল আমিন, প্রজন্ম বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা দেশের উনয়নের জন্য শেখ হাসিনাকে আমরণ দলটির প্রধানের দায়িত্ব পালন করার আহ্বান জানান।
 
এছাড়াও টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন কাতার, ওমান, বাহরাইন, সৌদি আরব বঙ্গবন্ধু পরিষদের নেতারা।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
আরআইএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ