ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

আবুধাবি আ.লীগের মিষ্টি বিতরণ

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমিরাত করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
আবুধাবি আ.লীগের মিষ্টি বিতরণ

আবুধাবি: বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম আমিনকে আওয়ামী লীগের ২০তম সম্মেলনে কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক করায় মিষ্টি বিতরণ করেছে আবুধাবি আওয়ামী লীগ।

এ সময় তারা আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানান।

রোববার (৩০ অক্টোবর) আবুধাবি স্থানীয় সেন্ট মেরিন রেষ্টুরেন্টের হল রুমে আবুধ‍াবি আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ শহিদের সভাপতিত্বে
মিষ্টি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরীর পরিচালনায় ও  প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিনের সার্বিক সহযোগিতায় মিষ্টি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আরব আমিরাত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউছুফ।

এছাড়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন- এমদাদ হোসেন, শাহজাহান, আবুধাবী পেশাজীবী লীগের সভাপতি ইউনুছ চৌধুরী ইমু, জামাল উদ্দিন রাশেদ, মনছুর ভান্ডারী, মনিরুল ইসলাম টিপু, শুভ প্রমুখ।

পরে দেশ ও জাতির সুখ শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ