ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আরব-আমিরাত

কাতারে দেয়াল ধসে ৭ বাংলাদেশি আহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৫ ঘণ্টা, মে ১৮, ২০১৭
কাতারে দেয়াল ধসে ৭ বাংলাদেশি আহত

কাতার থেকে: কাতারের রাজধানী দোহার উম সালাল এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ৭ বাংলাদেশি শ্রমিক আহত হয়েছে।  

মঙ্গলবার (১৬ মে) আল বান্ডারীয়া কোম্পানির সিভিল ডিফেন্সের একটি প্রজেক্টে সুইমিংপুলের কাজ করা সময় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৪ জন দোহা আল ওয়াকরা হামাদ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাকি ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাংলাদেশ দূতাবাসে শ্রম কাউন্সেলর ড. সিরাজুল ইসলাম জানান, এই ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। তারা বাংলাদেশি নন।   তিনি সবার প্রতি অনুরোধ করেন যাতে কেউ মিথ্যা বিভ্রান্তিকর খবর প্রচার না করে। এ বিষয়ে যে কোনো খবর জানতে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানান।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, মে ১৮, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ