ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

শিল্প-সাহিত্য

৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিলা পরিষদের শুভেচ্ছা

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০২০
৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিলা পরিষদের শুভেচ্ছা মহিলা পরিষদের

ঢাকা: বাঙালির ভাষা আন্দোলন, সামাজিক সংস্কারসহ সব প্রগতিশীল আন্দোলনের প্রাথমিক প্রস্তুতি পর্বের এক অনন্য সফল সংযোজন বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠা। দীর্ঘ সংগ্রাম-আন্দোলনের মধ্যে দেশপ্রেমের উদ্দীপনায় গড়ে ওঠা নবীন-প্রবীণদের অনবদ্য এই সংগঠন এবার পা রাখতে যাচ্ছে তার ৫০তম জন্মদিনে। আর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনটি 'সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা' জানিয়েছে সবাইকে।

বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক শুভেচ্ছা পত্রে এই শুভেচ্ছা জানানো হয়।

৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু বাংলানিউজকে বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটি নারী সংগঠনের ৫০ বছরে পা রাখা অনেক বড় ব্যাপার।

এই দীর্ঘ সময়ে বাংলাদেশ মহিলা পরিষদ দেশের প্রতিটি নারীর জন্য একটি ভরসার জায়গা হিসেবে গড়ে উঠেছে। এছাড়া পথচলার দীর্ঘ সময়ে অসংখ্য স্বেচ্ছাসেবী, নেতাকর্মী, এমনকি সাধারণ মানুষের অবদানের পরিপ্রেক্ষিতেই আমরা ধারাবাহিকভাবে কাজ করতে পেরেছি। তাদের সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা।

তিনি বলেন, বর্তমান সময়ে সমাজে নারীর যে মর্যাদাটুকু প্রতিষ্ঠা পেয়েছে, তার পেছনে বাংলাদেশ মহিলা পরিষদের প্রচেষ্টা অনন্য। আমরা চেষ্টা করেছি এবং চেষ্টা করে যাচ্ছি এদেশের নারী-পুরুষের বৈষম্য দূর করে নারীর মানবিক মর্যাদা ও সমতা প্রতিষ্ঠার জন্য। তবে বৈষম্য দূর করতে হলে আমাদের আরো অনেকটা পথ যেতে হবে। এই আন্দোলেনে নতুন প্রজন্মের ভূমিকা অনেক। আর এই আন্দোলন শুধু নারীর একার নয়, নারী-পুরুষ সবাইকে মিলেই এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে হবে।

নারী-পুরুষের সমতাভিত্তিক দেশ ও সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে একসূত্রে গ্রথিত করে স্বাধীনতা সংগ্রামের প্রস্তুতিলগ্নে ১৯৭০ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ মহিলা পরিষদ। দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে সে সময়ের প্রগতিশীল ছাত্র সংগঠনের ছাত্রী তরুণীদের এক অংশ এবং দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধ সচেতন নারী সমাজের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের অঙ্গীকার নিয়ে কবি সুফিয়া কামলের নেতৃত্বে অধিকারভিত্তিক দৃষ্টিভঙ্গী নিয়ে গঠিত হয় আন্দোলনমুখী জাতীয়ভিত্তিক, অরাজনৈতিক এই স্বেচ্ছাসেবী গণ নারী সংগঠনটি।

বাংলাদেশ সময়: ০৩১১ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২০
এইচএমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।