ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অস্ট্রেলিয়া

সিডনিতে বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার নতুন কার্যনির্বাহী পরিষদ

সিডনি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৪
সিডনিতে বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার নতুন কার্যনির্বাহী পরিষদ

সিডনি: সম্প্রতি সিডনির হ্যারিস পার্কের স্পাইস অফ লাইফ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন।

সভায় কোষাধ্যক্ষ মেহেদী রব ও সাধারণ সম্পাদক তুষার রায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন।



সংগঠনের সভাপতি শেখ শামীমুল হক কর্তৃক কার্যকরী কমিটি বিলুপ্তি ঘোষণার পর মনোনীত নির্বাচন কমিশনার জুলফিকার আহমেদ এর পরিচালনায় ২০১৪- ১৬ মেয়াদে ১৪ সদস্যের কার্যকরী কমিটি গঠিত হয়।

সভাপতি পদে শেখ শামীমুল হক, সহ-সভাপতি পদে জামাল উদ্দিন ও ডাঃ সুধীর লোধ, সাধারণ সম্পাদক পদে তুষার রায়, কোষাধ্যক্ষ পদে মাহেদী রব, সাংস্কৃতিক সম্পাদক পদে ফয়সাল হোসেন, পাবলিক রিলেশন সম্পাদক পদে সুরজিত রায়, প্রকাশনা ও প্রচার সম্পাদক পদে আবুল হায়াত ভুঁইয়া নির্বাচিত হন।

সদস্যরা হলেন ডা. আব্দুর রাজ্জাক, ডা. বদরুল আলম খান, খায়রুল আবেদিন, আনিসুর রহমান, মো. মেহেদী হাসান ও জহিরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অস্ট্রেলিয়া এর সর্বশেষ