ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অস্ট্রেলিয়া

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সিডনিতে

নাইম আব্দুল্লাহ, সিডনি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সিডনিতে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিডনি: সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় সিডনি এসে পৌঁছেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

অস্ট্রেলিয়া আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মন্ত্রীকে সিডনি বিমানবন্দরে স্বাগত জানান।



বিমানবন্দরে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক, প্রধান উপদেষ্টা গামা আব্দুল কাদির, সম্পাদক পিএস চুন্নু, সহ সভাপতি কামরুল হুসাইন নিলু, সিনিয়র যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী শিকদার ও মহিলা বিষয়ক সম্পাদক বিলকিস জাহান।

মঙ্গলবার রাজধানী কানবেরাতে দুই দেশের মধ্যকার সমন্বিত শিক্ষা ব্যবস্থা (mutual benefit in education sector) নিয়ে অস্ট্রেলিয়ার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে শিক্ষামন্ত্রী নাহিদের।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অস্ট্রেলিয়া এর সর্বশেষ