ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অস্ট্রেলিয়া

সিডনিতে ঈদুল আযহা রোববার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৪
সিডনিতে ঈদুল আযহা রোববার

সিডনি: সিডনিতে বসবাসরত মুসলিম উম্মাহ ও প্রবাসী বাংলাদেশিরা আগামী ৫ অক্টোবর রোববার ঈদুল আযহা উদযাপন করবেন।

আল্লাহর নৈকট্য লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমান স্থানীয় মসজিদ, ইসলামিক সেন্টার, পার্ক, মাসালা কিংবা কনভেনশন হলে নামাজের জন্য সমবেত হবেন।



কোথাও মুসল্লিদের সংখ্যা বেশি হলে সেখানে একাধিক সময়ে নামাজের আয়োজন করা হবে।

বিভিন্ন হালাল দোকান ও মুসলিম কমিউনিটি কোরবানির ব্যবস্থা করেছেন। তবে কোরবানির মাংস পাওয়া যাবে ঈদের পর বুধবার অথবা বৃহস্পতিবার।

এবারে সিডনিতে সাপ্তাহিক ছুটির দিনে ঈদ উদযাপিত হবে। আর পরদিন সোমবার সরকারি ছুটি ঈদের আনন্দকে বহুগুণে বাড়িয়ে দেবে বলেই জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

ঈদের নামাজে বিশ্ব মুসলিম জাহানের জন্য প্রার্থনা ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।

 সময়: ২৩০৪ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অস্ট্রেলিয়া এর সর্বশেষ