ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অস্ট্রেলিয়া

অকল্যান্ডে ঈদুল আজহা রোববার

সিডনি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৪
অকল্যান্ডে ঈদুল আজহা রোববার ছবি : সংগৃহীত

সিডনি: নিউজিল্যান্ডের অকল্যান্ডে বসবাসরত মুসলিম উম্মাহ ও প্রবাসী বাংলাদেশিরা ঈদুল আজহা উদযাপন করবেন রোববার।
মুসলিম কাউন্সিল অব অকল্যান্ড বাংলানিউজকে এ তথ্য জানিয়েছে।



সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এবার অকল্যান্ডে ২২টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া বিভিন্ন  পার্ক, মাসালা কিংবা কনভেনশন হলেও একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে।  

অকল্যান্ডে বিভিন্ন কমুনিটির বাংলাদেশিরা ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য এই দিনে বিভিন্ন পার্কে শেয়ার লাঞ্চেরও আয়োজন করে থাকেন।

ঈদের নামাজে বিশ্ব মুসলিম উম্মাহের শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অস্ট্রেলিয়া এর সর্বশেষ