ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় বিআইসি’র নির্বাচন সম্পন্ন

নাইম আবদুল্লাহ, সিডনি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪
অস্ট্রেলিয়ায় বিআইসি’র নির্বাচন সম্পন্ন

সিডনি (অস্ট্রেলিয়া): অস্ট্রেলিয়ায় বাংলাদেশ ইসলামিক সেন্টারের (বিআইসি) নির্বাচন সম্পন্ন হয়েছে।

গত ১৯ অক্টোবর লাকেম্বার পেরি পার্কের অস্ট্রেলিয়ান ন্যাশনাল স্পোর্টস ক্লাবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।



নির্বাচন পরিচালনা ও ফলাফল ঘোষণা করেন নিউ সাউথ ওয়েলস ল’সোসাইটির মনোনীত রিটার্নিং কর্মকর্তা ডেভিড স্যাক্স।

নির্বাচনে ইমামুল হক সভাপতি ও আরিফুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এ সময় ১৫ জনের একটি কার্যকরী কমিটির ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা।

নির্বাচন শেষে দোয়া পরিচালনা করেন সারিহিলস মসজিদের সাবেক সভাপতি হারুন-উর রশিদ।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অস্ট্রেলিয়া এর সর্বশেষ