ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অস্ট্রেলিয়া

সিডনিপ্রবাসী বাংলাদেশি যুবকের দাফন সম্পন্ন

নাইম আবদুল্লাহ, সিডনি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৪
সিডনিপ্রবাসী বাংলাদেশি যুবকের দাফন সম্পন্ন শহীদুর রহমান শাহীন

সিডনি (অস্ট্রেলিয়া): দুই দফা ময়না তদন্তের পর সিডনিপ্রবাসী বাংলাদেশি যুবক শহীদুর রহমান শাহীনের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) জোহরের নামাজের পর ল্যাকেম্বার অয়াঞ্জি রোডের বড় মসজিদে শাহীনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।



জানাজায় শাহীনের (২৭) পরিবার, নিকটাত্মীয়, অস্ট্রেলিয়াস্থ বাংলাদেশি কমিউনিটির লোকজন অংশ নেন। জানাজা শেষে কাম্বেল টাউনের নারেলেন মুসলিম কবরস্থানে শাহীনকে সমাহিত করা হয়।

গত ২৮ অক্টোবর সকালে সিডনির লাকেম্বা প্যারি পার্ক থেকে পুলিশ শাহীনের লাশ উদ্ধার করে। স্থানীয় হাসপাতালে ময়না তদন্তের পর পুলিশ গত ৩০ অক্টোবর শাহীনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।

গত ৩১ অক্টোবর শাহীনের জানাজার নামাজের আগে পুনরায় ময়না তদন্তের জন্য পুলিশ এসে লাশ নিয়ে যায় বলে জানান তার বাবা মো. আতাই।

শাহীন ২০০৯ সালে পরিবারের সঙ্গে স্কিল মাইগ্রেশন নিয়ে অস্ট্রেলিয়া আসেন এবং মা-বাবার সঙ্গে সিডনির ওয়ালি পার্ক এলাকায় বসবাস করতেন। শাহীনরা পাঁচ ভাই, দুই বোন। তিনি সবার বড়। তারা বাংলাদেশের সিলেটের অধিবাসী।

পরিবার জানায়, গত ২৭ অক্টোবর রাতে শাহীন বাসা থেকে বেড়িয়ে যাবার পর আর বাসায় ফেরেননি। পরদিন সকালে স্থানীয় পুলিশ বাসায় এসে মা-বাবাকে ছবি দেখিয়ে শাহীনের পরিচয় নিশ্চিত করে।

জানা গেছে, এ ব্যাপারে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অস্ট্রেলিয়া এর সর্বশেষ