ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় এনটিভির যুগপূর্তি উদযাপন

শাকিল আহমেদ, অস্ট্রেলিয়া থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জুলাই ৬, ২০১৫
অস্ট্রেলিয়ায় এনটিভির যুগপূর্তি উদযাপন সংগৃহীত

সিডনি (অস্ট্রেলিয়া): অস্ট্রেলিয়ায় বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভির যুগপূর্তি উৎসব উদযাপন করা হয়েছে।

সম্প্রতি এনটিভি অস্ট্রেলিয়ার উদ্যোগে সিডনি নগরীর রকডেল বনফুল ফাংশান সেন্টারে এ উৎসব অনুষ্ঠিত হয়।

পবিত্র রমজান থাকায় ইফতারের পর উৎসব শুরু হয়।

উৎসবে বাড়তি আনন্দ ছিল টেলিভিশনটির চ্যেয়ারম্যান ও ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোছাদ্দেক আলীর শুভেচ্ছা বিনিময়।

ঢাকা থেকে টেলিকন্ফারেন্সের মাধ্যমে সিডনিতে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এনটিভি অস্ট্রেলিয়ার প্রধান কর্মকর্তা (সিইও) রাশেদ শ্রাবণের আমন্ত্রনে উপস্থিত হয়ে এনটিভিকে শুভেচ্ছা জানান অস্ট্রেলিয়ায় প্রবাসী বিশিষ্টজনেরা।

এনটিভি অস্ট্রেলিয়ার হেড অব কর্পোরেট অ্যাফের্য়াস শাকিল আহমেদের উপস্থাপনায় উৎসবে চ্যানেলটির জনসংযোগ বিভাগের  সায়মন সারোয়ার, উপদেষ্টা মোরশেদা রওশন সরকার, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি রেজাউল হক, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক, উপদেষ্টা গামা আবদুল কাদির,  এন এসডব্লিউ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোবারক হোসেন,  একুশে একাডেমি অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি অভিজি‍ৎ বড়‍ুয়া, এবিসি ও বিদেশ বাংলার প্রধান সম্পাদক আবদুল মতিন, যমুনা টিভির অস্ট্রেলিয়ার প্রতিনিধি হাসান তারেক, সংগিত শিল্পী আতিক হেলাল ও মিতাহক, বিদেশ বাংলা টিভির প্রধান কর্মকর্তা রহমত উল্লাহ, অলোকিত অস্ট্রেলিয়ার সম্পাদক ও এনটিভি সিডনী প্রতিনিধি আহসানুল হক, লেখিকা হ্যাপি রহমান, কন্ঠশিল্পী এহছান, সোহেল, নৃত্যশিল্পী অর্পিতা সোম, সাব্বির চৌধুরী, এনটিভি অস্ট্রেলিয়ার স্যোসাল মিডিয়া প্রধান আছিফুল ইসলাম , মিনহাজুর রহমান ও রাজশ্রীনাথ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৫
পিআর/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অস্ট্রেলিয়া এর সর্বশেষ