ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অস্ট্রেলিয়া

নিউক্যাসেল বাংলাদেশ কমিউনিটির নতুন কমিটি গঠিত

নি‍উজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
নিউক্যাসেল বাংলাদেশ কমিউনিটির নতুন কমিটি গঠিত

ঢাকা: শনিবার (নভেম্বর ০৭) দুপুরে অস্ট্রেলিয়ার নিউক্যাসেল শহরের জেসমন্ড নেইবারহুড সেন্টারে নিউক্যাসেল বাংলাদেশি কমিউনিটির বার্ষিক সাধারণ সভা ও সম্মোলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে বার্ষিক বিবরণী পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ড: আখতারুজ্জামান এবং কোষাধ্যক্ষ নাজমা ইসলাম।

এ সময় বিদায়ী কমিটির সভাপতি হিসাবে কমিউনিটির সবাইকে ধন্যবাদ জানান সভাপতি ড: আবুল হাসনাৎ মিল্টন।

পরবর্তীতে আগামী ২০১৫-২০১৬ ড: আবুল হাসনাৎ মিল্টনকে সভাপতি এবং ড. আখতারুজ্জামানকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন, ডা. ফখরুল ইসলাম ও  প্রকৌশলী মো. জালালউদ্দিন সহ সভাপতি, নাজমা ইসলাম কোষাধ্যক্ষ, শুভঙ্কর বিশ্বাস যুগ্ম সাধারণ সম্পাদক, সেজুতি শাখাওয়াত সাংস্কৃতিক সম্পাদক এবং প্রকৌশলী শাহাবউদ্দিন সোহাগ, ড: মেজবাউল বাহার, মাইনুল হক পাভেল, নাজমুল হক ও মো. আব্দুল কাদের নির্বাহী সদস্য।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অস্ট্রেলিয়া এর সর্বশেষ