ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অস্ট্রেলিয়া

সিডনিতে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
সিডনিতে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন সিডনিতে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

ঢাকা: অস্ট্রেলিয়ার সিডনিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) সিডনিতে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন কমিটির পক্ষে থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শুরুতে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির স্কুল অব ল’র সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিস্ট অজয় দাস গুপ্ত, কবি আবুল হাসনাৎ মিল্টন ও সাবেক আওয়ামী লীগ নেতা গামা আব্দুল কাদির। সিডনিতে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন-ছবি : বাংলানিউজএছাড়া অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্থানীয় একটি রেস্তোরাঁয় এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জন্মদিন উদযাপন পরিষদের আহ্বায়ক গামা আব্দুল কাদিরের সভাপতিত্বে ও ড. আবুল হাসনাৎ মিল্টনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ড. খায়রুল চৌধুরী, নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা এনায়েতুর রহিম বেলাল, নাসিম সামাদ, মোহাম্মদ আলী শিকদার, ওয়াজেদ আলী, আতিক হেলাল, হারুনর রশীদ, হাসান শিমুন রবিন, আলাউদ্দিন অলোক, অপু সরোয়ার, মুঈদুজ্জামান সুজন, তৌফিক ওয়াহাব, মকবুল হোসেন মুন্না ও আনিসুর রহমান।

সভার শুরুতে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে দু’টি কেক কাটা হয়।

বাংলাদেশ সময়: ২২৫৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অস্ট্রেলিয়া এর সর্বশেষ