ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় স্বাধীনতা দিবস উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
অস্ট্রেলিয়ায় স্বাধীনতা দিবস উদযাপন অস্ট্রেলিয়ায় শতকণ্ঠে স্বাধীনতার গান

ঢাকা: অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।

রোববার (২৬ মার্চ) ক্যানবেরায় বাংলাদেশ দূতাবাসে সকাল আটটায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় এই দিনটির সূচনা। দিনটির প্রধান আকর্ষণ ছিলো শত কন্ঠে স্বাধীনতার গান।

ক্যানবেরার প্রাণকেন্দ্রে অবস্থিত গ্যারিমা প্যালেসে বাংলাদেশ দুতাবাস ও প্রবাসী বাঙালিদের আয়োজনে অস্ট্রেলিয়ায় বেড়ে উঠা শিশু-কিশোরসহ শতাধিক প্রবাসী বাঙালি মঞ্চে দাঁড়িয়ে স্বাধীনবাংলা বেতার কেন্দ্রে গাওয়া জনপ্রিয় দেশাত্ববোধক ও স্বাধীনতার গান পরিবেশন করেন।

সহস্রাধিক ক্যানবেরা অধিবাসী অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার কাজী ইমতিয়াজ হোসেনের ভুমিকার মধ্যদিয়ে অনুষ্ঠিত শতকন্ঠে স্বাধীনতার গানের এই প্রাঞ্জল অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে ক্যানবেরা সরকারের প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ৯০৩৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অস্ট্রেলিয়া এর সর্বশেষ