ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

ঘন কুয়াশায় ঢাকার দুই ফ্লাইট নামল সিলেট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৩
ঘন কুয়াশায় ঢাকার দুই ফ্লাইট নামল সিলেট ফাইল ছবি

সিলেট: ঘন কুয়াশার কারণে ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে। এ কারণে নির্দিষ্ট গন্তব্যে নামতে না পেরে সিলেটে নেমেছে দুটি ফ্লাইট।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে ফ্লাইট দুটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এরপর সকাল ১০টার মধ্যে দুটি ফ্লাইটই ঢাকার উদ্দেশে সিলেট ছেড়ে যায়।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘন কুয়াশার কারণে কুয়ালালামপুর ও শারজাহ থেকে আসা ইউএস বাংলার ফ্লাইট দুটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর সকাল ১০টার মধ্যে ফ্লাইটগুলো ঢাকার উদ্দেশে সিলেটে ছেড়ে যায়।

ইউএস বাংলা এয়ারলাইন্স সূত্র জানায়, সকাল সাড়ে ৭টায় কুয়ালালামপুর থেকে ১০৩ জন যাত্রী নিয়ে ও সকাল ৮টা ২০ মিনিটে ১৪৪ জন যাত্রী নিয়ে শারজাহ থেকে সিলেট আসে ফ্লাইট দুটি। পরে সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে ফ্লাইট দুটি ঢাকার উদ্দেশে উড়াল দেয়।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৩
এনইউ/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।