ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রুটে বিমানের নতুন প্যাকেজ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৮ ঘণ্টা, মে ৪, ২০২৩
ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রুটে বিমানের নতুন প্যাকেজ  সংগৃহীত ফাইল ছবি

ঢাকা: ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে নতুন প্যাকেজ ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।  

বুধবার (৩ মে) এয়ারলাইন্সটির ফেসবুক পেজে নতুন এই প্যাকেজ সংক্রান্ত একটি ফটোকার্ড প্রকাশ করা হয়।

 

সেখানে ‘বিমানের সুপরিসর উড়োজাহাজে আপনার যাত্রা হবে আনন্দময়’ -এমন পোস্টের সঙ্গে ওই ফটোকার্ড প্রকাশ করা হয়। সেখানে প্রতিপাদ্য লেখা ‘বড় বিমানে চড়ে আবার ফিরবো ঘরে’।

নতুন প্যাকেজের আওতায় ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে ইকোনমিক ক্লাসে সর্বনিম্ন ভাড়া ২ হাজার ৯৯৯ টাকা, বিজনেস ক্লাসে ৪ হাজার ৯৯৯ টাকা এবং ঢাকা-সিলেট-ঢাকা রুটে ইকোনমিক ক্লাসে সর্বনিম্ন ভাড়া ২ হাজার ৯৯৯ টাকা, বিজনেস ক্লাসে ৪ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত এই প্যাকেজ চালু থাকবে বলে জানিয়েছে বিমান।

বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, মে ০৪, ২০২৩
এমকে/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।