ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

রানওয়ে থেকে ছিটকে গেল বিমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, মে ১৪, ২০২৩
রানওয়ে থেকে ছিটকে গেল বিমান ফাইল ছবি

ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণ করতে গিয়ে রানওয়ে থেকে ছিটকে বাইরে চলে যাওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (১৩ মে) ভোরে এ ঘটনা ঘটে বলে বিমানের একটি সূত্র জানিয়েছে।

এ সময় ভেতরে থাকা যাত্রীদের মধ্যেও ছড়িয়ে পড়ে আতঙ্ক। এ ঘটনায় শাহজালাল বিমানবন্দরে প্রায় এক ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ ছিল বলে জানা গেছে।  

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল ভোর ৪টায় রাষ্ট্রীয় পতাকাবাহী সংগঠন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-৩৮৭) কুয়ালালামপুর থেকে এসে শাহজালাল বিমানবন্দরে অবতরণের চেষ্টা করে। এ সময় নিরাপদে অবতরণ করতে না পেরে বিমানটি রানওয়ে থেকে ছিটকে অন্যদিকে চলে যায়। দুর্ঘটনার বিষয়টি আঁচ করতে পেরে যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলে ছুটে যান। প্রায় এক ঘণ্টা পর দুটি পুশকার্ড দিয়ে বিমানটি ধাক্কা মেরে রানওয়েতে উঠিয়ে টার্মিনালে নিয়ে আসা হয়। এই সময়ে অবতরণ করতে না পেরে ছয়টি ফ্লাইট আকাশে উড়তে থাকে।

বিমানের ওই সূত্রে জানা গেছে, ফ্লাইটটির ক্যাপ্টেন ছিলেন ইসহাক ও হাসান ইমাম। মূলত বিমানটি অবতরণের সময় পাইলট কন্ট্রোল (নিয়ন্ত্রণ) করতে পারেননি। বিমানটির তেমন কোনো ক্ষতি হয়নি। তবে দুর্ঘটনার বিষয়টি নোটবুকে উল্লেখ করেননি পাইলট।

এ বিষয়ে শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, মালয়েশিয়া থেকে আসা একটি ফ্লাইটের সমস্যার কারণে এক ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ ছিল। তবে দুর্ঘটনায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, মে ১৪, ২০২৩
এমকে/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।