ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

মরিশাসে এমিরেটসের দৈনিক এ৩৮০ ফ্লাইট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৩
মরিশাসে এমিরেটসের দৈনিক এ৩৮০ ফ্লাইট

ঢাকা: এমিরেটস্ এয়ারলাইন ১৬ ডিসেম্বর থেকে মরিশাসে দৈনিক এ৩৮০ ফ্লাইট সেবা চালু করেছে। এমিরেটর বিশ্বব্যাপী নেটওয়ার্কে মরিশাস ২৪তম এ৩৮০ গন্তব্য।



এমিরেটস্ই প্রথম এয়ারলাইন যারা ভারত মহাসাগরে অবস্থিত কোনো গন্তব্যে এ সেবা চালু করলো।  

দুবাই থেকে সরাসরি মরিশাসে এ ফ্লাইট যাবে। মরিশাসের স্যার সিউসাগর রামগুলাম আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটসের প্রথম এ৩৮০ ফ্লাইট আগমন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এমিরেটস্ ও এয়ার মরিশাসের মধ্যে নতুন একটি ১০ বছর মেয়াদী বাণিজ্যিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।

মরিশাস ট্যুরিজম প্রমোশন অথরিটির সঙ্গে এমিরেটস্ তাদের ইতোপূর্বে স্বাক্ষরিত সমঝোতা চুক্তিও নবায়ন করে।

এ৩৮০ ফ্লাইট চালুর ফলে প্রতিদিন অতিরিক্ত ১৫৩ জন যাত্রী মরিশাসে ভ্রমণ করার সুযোগ পাবেন।

উল্লেখ্য, এ দ্বীপটিতে ভ্রমণেচ্ছু যাত্রীদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ২০১২ সালে এমিরেটস্ মরিশাস ও এমিরেটস্ নেটওয়ার্কের গন্তব্যগুলোর মধ্যে ৩ লাখ ৫০ হাজারের বেশি যাত্রী ও ৬ হাজার টন মালামাল পরিবহন করেছে।

এমিরেটস্ বর্তমানে বিশ্বের যে কোনো এয়ারলাইনের তুলনায় সর্বাধিক ৪২টি এ৩৮০ উড়োজাহাজ পরিচালনা করছে। আরও ৯৮টি এ জাতীয় উড়োজাহাজের জন্য অর্ডার পেশ করেছে সংস্থাটি।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৩    
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।