ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

বিমানের লোকসান ২১৪ কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৩
বিমানের লোকসান ২১৪ কোটি টাকা

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০১২-১৩ অর্থবছরে ২১৪ কোটি টাকা লোকসান দিয়েছে। সংস্থার বার্ষিক সাধারণ সভার প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।


 
সম্প্রতি বিমানের ব্যবস্থাপনা পরিচালক কেভিন স্টিল সংবাদ সম্মেলন ডেকে বিমান লাভের ধারায় ফিরেছে বলে ঘোষণার পরপরই বিমানের এই লোকসানের তথ্য প্রকাশিত হলো।  
 
সোমবার রাতে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ কারণে কেভিন স্টিলকে তোপের মুখে পড়তে হয়েছে বলে সভা সূত্রে জানা গেছে। সভার বেশিরভাগ সদস্য কেভিনের ওপর সরাসরি ক্ষোভ প্রকাশ করেন।
 
তবে এতোকিছুর পরেও বিমানের ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি ) থেকে ২০ কোটি ও পোল্ট্রি থেকে ৪ কোটি টাকা লাভ করেছে।
 
২০১১-১২ অর্থবছরে বিমান লোকসান দিয়েছিল ৬০০ কোটি টাকা। এর আগের অর্থবছরে লোকসান হয়েছিল ১৯৯ কোটি টাকা।
 
গত অর্থবছরে সবচেয়ে বেশি আয় করেছে গ্রাউন্ডহ্যান্ডেলিং শাখা। বিমানের জ্বালানি খরচ কমলেও ইঞ্জিনিয়ারিং শাখায় খরচ আরো বেড়েছে।
 
এই শাখায় খরচ হয়েছে ৫শ’ কোটি টাকার বেশি। আর সবচেয়ে বেশি অডিট আপত্তিও এসেছে এই শাখা থেকে।
 
বাংলাদেশ সময়: ০০১৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৩
সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাক্টিং আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।