ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

ড্রাগনইয়ারের ঢাকা সার্ভিসের রজতজয়ন্তী অনুষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, মার্চ ৬, ২০১৪
ড্রাগনইয়ারের ঢাকা সার্ভিসের রজতজয়ন্তী অনুষ্ঠান

ঢাকা: চীনভিত্তিক (হংকং) এয়ারলাইন্স ড্রাগনইয়ারের ঢাকা সার্ভিসের রজতজয়ন্তী অনুষ্ঠান রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার হোটেল লেকশোরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।



ড্রাগনইয়ারের ঢাকা অফিস প্রধান প্যাট্রিক ইয়ুঙ্গের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জুন।

ড্রাগনইয়ার ১৯৮৫ সালে প্রথম দেশের বাইরে হংকংয়ে ফ্লাইট চালু করে। এরপর ১৯৮৯ সালের ফেব্রুয়ারিতে সাপ্তাহিকভিত্তিতে ঢাকায় ফ্লাইট চালু করে। ২০০০ সালে তা সপ্তাহে দুটিতে উন্নীত করা হয়। ক্রমান্বয়ে ড্রাগনইয়ারের পাশাপাশি এর সিস্টার কনসার্ন ক্যাথি প্যাসেফিক যাত্রী পরিবহন ও কার্গো বিমান চালু করে।

পরবর্তীতে চাহিদা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ড্রাগনইয়ারের সপ্তাহে ছয়টি ফ্লাইট চলাচল করছে।

এ উপলক্ষে ড্রাগনইয়ার বৃহস্পতিবার অনুষ্ঠানের আয়োজন করে।

ড্রাগনইয়ার ওয়ানওয়ার্ল্ডের এফিলিয়েটেড সদস্য। হংকংভিত্তিক এ ইয়ারলাইন্সটিতে বর্তমানে ৪১টি যাত্রীবাহী এয়ারক্রাফট রয়েছে। মূল ভূখণ্ড চীনের ২২টি নগরীসহ ৪৭টি অঞ্চলের ১৮০টি শহরে চলাচল করে এয়ারড্রাগন।

উন্নত যাত্রীসেবা দেওয়ার কারণে ড্রাগনইয়ার বেশ কয়েকবার পুরস্কারেও ভূষিত হয়।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।