ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

যুক্তরাষ্ট্রের বোস্টনে এমিরেটস্ ফ্লাইট চালু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৪
যুক্তরাষ্ট্রের বোস্টনে এমিরেটস্ ফ্লাইট চালু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এমিরেটস্ এয়ারলাইনস  সোমবার থেকে যুক্তরাষ্ট্রের বোস্টনে বিরতিহীন দৈনিক ফ্লাইট শুরু করেছে। বোস্টন, যুক্তরাষ্ট্রে এয়ারলাইনসটির ৮ম এবং বিশ্বব্যাপী নেটওয়ার্কের ১৪২তম গন্তব্য।



দুবাই-বোস্টন রুটে বোয়িং ৭৭৭-২০০ এলআর উড়োজাহাজের সাহায্যে ফ্লাইট পরিচালনা করা হবে।

উড়োজাহাজে প্রথম, বিজনেস ও ইকোনমি শ্রেনীতে মোট ২৬৬টি যাত্রী আসন রয়েছে। এছাড়াও উড়োজাহাজটির বেলিহোল্ডে ১৫ টন পর্যন্ত মালামাল পরিবহন সম্ভব হবে।

এমিরেটস্ ২০০৪ সালে আমেরিকার নিউইয়র্কে প্রথম নিয়মিত দৈনিক ফ্লাইট শুরু করে। বর্তমানে ওয়াশিংটন, হিউস্টন, ডালাস, সিয়েটল, স্যানফ্রান্সিসকো ও লস এঞ্জেলেসে দৈনিক ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইনসটি।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।