ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

নভোএয়ারে যুক্ত হলো তৃতীয় জেট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৫ ঘণ্টা, জুন ১৩, ২০১৪
নভোএয়ারে যুক্ত হলো তৃতীয় জেট

ঢাকা: নভোএয়ারের বহরে যুক্ত হলো আরো একটি উড়োজাহাজ। বৃহস্পতিবার এয়ারওয়েজের নতুন সংযোজন এম্ব্রয়ার জেট ইএমবি-১৪৫ উড়োজাহাজ ঢাকার হযরত শাহ্জালাল (রহ.)আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করে।

নতুন এই উড়োজাহাজ যুক্ত হওয়ার ফলে নভোএয়ার’এর বহরের সংখ্যা তিন এ উন্নীত হলো।

নতুন উড়োজাহাজ যোগ হওয়ার ব্যাপারে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, “নতুন একটি উড়োজাহাজ সংযোজনের ফলে নভোএয়ার তার অভ্যন্তরীণ কার্য্যক্রম আরো সূদৃঢ় করবে এবং সেই সঙ্গে শিগগির দেশের বাইরে আঞ্চলিক বিভিন্ন গন্তব্য সম্প্রসারিত করার মাধ্যমে আর্ন্তজাতিক ফ্লাইট পরিচালনা শুরু করবে। নভোএয়ার ইতোমধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছ থেকে আর্ন্তজাতিক ফ্লাইট অপারেশনের অনুমতি লাভ করেছে।

নভোএয়ার বর্তমানে অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার ও যশোরে নিয়মিত  ফ্লাইট পরিচালনা করছে। তাদের দাবি অনুযায়ী শতকরা ৯৮.৩% অনটাইম পারফরম্যান্স ও যাত্রী সাধারণের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য রক্ষা করেছে তারা।

বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, জুন ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।