ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

আকাশে দুই প্লেনের সংর্ঘষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৪
আকাশে দুই প্লেনের সংর্ঘষ সংগৃহীত

ঢাকা: সুইজারল্যান্ডে দু’টি ছোট আকৃতির উড়োজাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয় ও অপরটি জরুরি অবতরণে বাধ্য হয়।



রোববার দিনের শেষ দিকে ওই সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশের বর‍াত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছয়জন।

এ বিষয়ে সংবাদমাধ্যম জানায়, সংঘর্ষের পর একটি উড়োজাহাজ ক্যান্টন অব সেন্ট গ্যালেন এলাকায় বিধ্বস্ত হয়। অপরটি নিকটবর্তী সিট্টারডর্ফ বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

তবে দুর্ঘটনার কারণ জানাতে পারেনি পুলিশ।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।