ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

শরীরে দুর্গন্ধ, প্লেন থেকে নামিয়ে দিলো ফরাসি যুবককে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৪
শরীরে দুর্গন্ধ, প্লেন থেকে নামিয়ে দিলো ফরাসি যুবককে

ঢাকা: ভিসা থাকা সত্ত্বেও সাতাশ বছর বয়সী এক ফরাসি যুবকের ফ্লাইট বাতিল করেছে আমেরিকার একটি এয়ারলাইন্স। ওই যুবকের অভিযোগ, তার শরীর থেকে বাজে গন্ধ বের হচ্ছিল বলেই তার যাত্রা বাতিল করেছে কর্তৃপক্ষ।



এসময় প্লেনটির ক্রু তাকে গোসল সেরে নেওয়ার উপদেশও দেন।

ওই প্লেনটির একজন আলজেরিয়ান যাত্রী মেহেদী জানান, তিনি যখন প্যারিসের চার্লস  ডি গাল বিমানবন্দর থেকে ডালাস-বাউন্ড প্লেনে অপেক্ষমাণ ছিলেন তখন ফ্লাইট ক্রদের বিষয়টি অবিহিত করেন। কারণ তিনি গন্ধে খুব বিরক্ত হচ্ছিলেন।

পরে ওই যুবককে জানানো হয়, কর্তৃপক্ষ সেল ফোনের ফুটেজে দেখেছেন ক্রু এবং যাত্রীরা আপনার শরীরের বাজে গন্ধ নিয়ে অভিযোগ করছেন। আপনি আজ যাত্রা করতে পারছেন না।

ক্রু সদস্যরা এসময় তাকে রিপোর্টের সূত্র ধরে গোসল করতে বলেন।

পরে বিমানবন্দর পুলিশ ওই যুবককে তাদের প্রহরায় প্লেন থেকে নামিয়ে দেন।

যুবকটি এসময় ‍বৈষম্যের শিকার হয়ে আমেরিকান এয়ারলাইন্সের বিরুদ্ধে একটি অভিযোগও করেন।

সংবাদমাধ্যম এএফপিকে ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, আমি বিমানবন্দরের ডিউটি ফ্রি শপ থেকে ডিওর পারফিউম কিনে ব্যবহার করেছিলাম।

কিন্তু  বিষয়টি নিয়ে কোনো ধরনের কথা বলতে রাজি হয়নি। কারণ যুবকটির আমেরিকা ভ্রমণের বৈধ ভিসা ছিল।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।