ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

ভারতে জেট এয়ারওয়েজে চলছে বিশেষ ছাড়

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৪
ভারতে জেট এয়ারওয়েজে চলছে বিশেষ ছাড়

ঢাকা: ভারতে অভ্যন্তরীণ রুটে ইকোনমিক ক্লাসে ভ্রমণে যাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে জেট এয়ারওয়েজ। এয়ারলাইন্সটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।



বিবৃতিতে বলা হয়, সেপ্টেম্বরের ১০ তারিখ পর্যন্ত যারা অভ্যন্তরীণ রুটে ভ্রমণ করবেন তাদের জন্য জেট এয়ারওয়েজ বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে। পাঁচ দিনব্যাপী এ সুবিধা চালু হয়েছে গত ৬ সেপ্টেম্বর থেকে।

তবে বিশেষ ছাড়ের মাধ্যমে কত ভাড়া নির্ধারণ করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

এর আগে যাত্রীদের জন্য মাত্র একশ’ রুপিতে টিকিট দেওয়ার ঘোষণা দেয় এয়ারইন্ডিয়া। ঘোষণার কয়েক ঘণ্টার মাথায় এয়ারলাইন্সটির ওয়েবসাইট ক্র্যাশ করে।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।