ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

ইউএস-বাংলার নতুন সংযোজন ব্রেকফাস্ট ফ্লাইট

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৪
ইউএস-বাংলার নতুন সংযোজন ব্রেকফাস্ট ফ্লাইট

ঢাকা: বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস তাদের অভ্যন্তরীণ ফ্লাইট তালিকায় যুক্ত করেছে 'ব্রেকফাস্ট ফ্লাইট' নামে ঢাকা-চট্টগ্রাম রুটে নতুন ফ্লাইট।

এ ফ্লাইটটি প্রতিদিন সকাল ৭.৩০ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে এবং ৮.৪০ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করছে।



ফ্লাইটটির নতুনত্ব ও বিশেষত্ব হলো বিমানের ভেতরেই যাত্রীদের সকালের নাশতা পরিবেশনের ব্যবস্থা।

এই ফ্লাইটটি সংযোজিত হওয়ায় মধ্য দিয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসে বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রুটে প্রতিদিন চারটি, ঢাকা-যশোর রুটে দুটি, ঢাকা-কক্সবাজার রুটে একটি ফ্লাইটসহ আপডাউন সর্বমোট ১৪টি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

উল্রেখ্য, ‘ফাই ফার্স্ট ফাই সেইফ’ স্লোগানে গত ১৭ জুলাই ঢাকা-যশোর রুটে ফ্লাইট শুরুর মাধ্যমে যাত্রা শুরু করে ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।