ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

ঢাকা-সিলেট রুটে ইউএস-বাংলার ফ্লাইট চালু ২৮ অক্টোবর

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৪
ঢাকা-সিলেট রুটে ইউএস-বাংলার ফ্লাইট চালু ২৮ অক্টোবর

ঢাকা: ঢাকা-সিলেট-ঢাকা রুটে ২৮ অক্টোবর থেকে ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। একপথে সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে ৩ হাজার ২০০ টাকা।



প্রতিদিন ঢাকা থেকে ১২টা ৪০ এ ছেড়ে যাবে এয়ারলাইন্সটির ড্যাশ ৮ কিউ ৪০০ এয়ারক্রাফটি। সিলেটে পৌঁছাবে ১টা ২৫ মিনিটে। একইভাবে সিলেট থেকে একই এয়ারক্রাফটি যাত্রা শুরু করবে ১টা ৪৫ মিনিটে। ঢাকায় পৌঁছাবে ২টা ৩০ মিনিটে।

টিকিট বুকিংসহ বিস্তারিত জানা যাবে ইউএস বাংলা লাইন্সের ০১৭৭৭৭৭৭৭৮৮, ০১৭৭৭৭৭৭৮৯৯,   ০১৭৭৭৭৭৭৯০০ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।    

এর আগে ঢাকা সৈয়দপুর রুটে ফ্লাইট চালু করে ‌এয়ারলাইন্সটি।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।