ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

বিমান বাংলাদেশ-ইউএস বাংলা এয়ারলাইন্স চুক্তি সই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, মার্চ ৮, ২০১৫
বিমান বাংলাদেশ-ইউএস বাংলা এয়ারলাইন্স চুক্তি সই

ঢাকা: বিমান বাংলাদেশ ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের মধ্যে এক সমঝোতা চুক্তি সই হয়েছে। সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে এ চুক্তি সই হয়।



এতে বিমান বাংলাদেশের পক্ষে সই করেন বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইল হেউড ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষে এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।

এসময় উভয় এয়ারলাইন্সের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শনিবার(৭ মার্চ’২০১৫) ইউএস-বাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ১ এপ্রিল থেকে ১৫ জন ক্রু সরবরাহ করবে। ক্রুদের মধ্যে রয়েছে ক্যাপ্টেন, ফার্স্ট অফিসার ও কেবিন ক্রু।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটে সর্ব্বোচ্চ সংখ্যক যাত্রী পরিবহনসহ সর্বাধিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। এয়ারলাইন্সটির বহরে রয়েছে কানাডার বোম্বারডায়ার তৈরি ৭৬ আসনের সর্বাধুনিক ডিএএসএইচ ৮-কিউ৪০০ এয়ারক্র্যাফ্ট।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।