ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

বার্লিনে সেরা চলচ্চিত্র পুরস্কার জিতল বাংলাদেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, মার্চ ৮, ২০১৫
বার্লিনে সেরা চলচ্চিত্র পুরস্কার জিতল বাংলাদেশ

ঢাকা: ‘বিউটিফুল বাংলাদেশ-ল্যান্ড অব স্টোরিজ’ শিরোনামে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) টেলিভিশন কমার্শিয়াল (টিভিসি) চলচ্চিত্র নির্মাণ ক্যাটাগরিতে সেরা পুরস্কার ‘ডায়মন্ড অ্যাওয়ার্ড’ পেয়েছে বাংলাদেশ।

জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত আইটিবি-বার্লিন’২০১৫ মেলায় গত বৃহস্পতিবার (০৫ মার্চ) বাংলাদেশের প্রতিনিধিদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।



রোববার (০৮ মার্চ) ট্যুরিজম বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং এ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ফারুক খান বাংলাদেশের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব আবু হেনা রহমাতুল মুনিম, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী ও ট্যুরিজম বোর্ডের পরিচালক অঞ্জলি রানী চক্রবর্তী উপস্থিত ছিলেন।

২০১৪ সালে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশের পর্যটনের ওপর বিটিবি এই টিভিসিটি নির্মাণ করে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।