ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

২৬ হাজার টাকায় নভোএয়ারের কক্সবাজার হলিডে প্যাকেজ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
২৬ হাজার টাকায় নভোএয়ারের কক্সবাজার হলিডে প্যাকেজ

ঢাকা: নভোএয়ারের পক্ষ থেকে কক্সবাজারের পাঁচতারা হোটেল ও রিসোর্টে দুজন দুই রাতের প্যাকেজ দেওয়া হচ্ছে ২৬ হাজার ১৩৮ টাকায়। এর মধ্যে থাকছে ঢাকা-কক্সবাজার-ঢাকা এয়ার টিকিট, বিমানবন্দর-হোটেল-বিমানবন্দর ট্রান্সপোর্ট, বুফে নাশতা এবং অন্যান্য আকর্ষণীয় পরিষেবা।

এ ছাড়া শিশুদের জন্য রয়েছে বিশেষ প্যাকেজ।

নভোএয়ারের সব অফিস থেকে যেকোনো ব্যক্তি নগদ মূল্যে অথবা ক্রেডিট বা ডেবিড কার্ডের মাধ্যমে এ প্যাকেজ ক্রয় করতে পারবেন।

প্যাকেজকে আরো আকর্ষণীয় করার জন্য ইস্টার্ন ব্যাংকের সহযোগিতায় এ প্যাকেজ সর্বনিম্ন মাত্র দুই হাজার ৩০ টাকা মাসিক কিস্তিতে ছয় মাসের জন্য কোনো সুদ ছাড়া ক্রয় করা যেতে পারে।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।