ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

‘স্যান্ডউইচ’র জন্য প্লেনের জরুরি অবতরণ!

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৫
‘স্যান্ডউইচ’র জন্য প্লেনের জরুরি অবতরণ!

ঢাকা: স্যান্ডউইচ আনতে দেরি হওয়ায় রাগান্বিত হয়ে স্টুয়ার্ডকে ঘুষি মেরে হয়তো মনের জ্বাল‍া মিটিয়েছেন, কিন্তু পেটের জ্বালা তো আর তা মানবে না।

জেনেভা থেকে কসোভো অভিমুখী ইজিজেটের এক প্লেন যাত্রীর এ ধরনের কাণ্ডে নিরাপত্তা শঙ্কায় প্লেনটিকে ফিরতি পথ ধরান পাইলট।



অনফ্লাইটে ওই ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, স্যান্ডউইচের অর্ডার দিয়ে ওই যাত্রী অনেকক্ষণ অপেক্ষা করেন। শেষ পর্যন্ত রাগান্তিতে হয়ে ওই স্টুয়ার্ডকে ঘুষি ‍মারেন।

প্রত্যক্ষদর্শী আরো জানান, অনেকক্ষণ অপেক্ষার পর ওই যাত্রী প্রথমে চেঁচামেচি শুরু করেন। একপর্যায়ে তিনি আসন থেকে উঠে গিয়ে এয়ারহোস্টেসকে ধাক্কা দেন। এতে এয়ারহোস্টেস নিচে পড়ে গেলে তাকে ঘুষি মারতে শুরু করেন।

এদিকে, ঘটনার বিষয়ে ওই এয়ারহোস্টেস সুইস সংবাদমাধ্যম ২০মিনিটসকে বলেন, আমি রীতিমতো স্তম্ভিত হয়েছি। স্যান্ডউইচের জন্য কেউ এমনভাবে হামলে পড়তে পারে ত‍া আমার জানা ছিল না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এজিজেট জানায়, ‍অপর একটি প্লেনে যাত্রীদের নিদির্ষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।