ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

আবুধাবী-চট্টগ্রাম ফ্লাইট চালাবে রোটানা জেট

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, জুন ১২, ২০১৫
আবুধাবী-চট্টগ্রাম ফ্লাইট চালাবে রোটানা জেট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আবুধাবী-চট্টগ্রাম রুটে ফ্লাইট চালাবে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক রোটানা জেট।

আগামী ২ জুলাই থেকে বাংলাদেশে রুট চালুর মাধ্যমে শুরু হচ্ছে এর দ্বিতীয় রুট।

এদিন থেকে এয়ারলাইনসের আবুধাবী-চট্টগ্রাম রুটে নিয়মিত ফ্লাইট চলাচল করবে।

সংস্থাটি আবুধাবী-চট্টগ্রাম রুটে সপ্তাহে তিনটি করে ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এ৩১৯ এয়ারক্রাফটের মাধ্যমে যাত্রী বহন করা হবে জানিয়েছে সংস্থাটি।

২০১০ সালে ডা. শেখ আহমেদ সাইফ আল-নাহিয়ান এই এয়ারলাইনসটি প্রতিষ্ঠা করেন। রোটনা জেট এক্সিউটিভ চার্টার ছাড়াও নিয়মিত এয়ারলাইনস সার্ভিস চালিয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, জুন ১২, ২০১৫
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।