ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

বোমাতঙ্কে জেট এয়ারওয়েজের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জুলাই ৯, ২০১৫
বোমাতঙ্কে জেট এয়ারওয়েজের জরুরি অবতরণ

ঢাকা: বোমাতঙ্কে ওমানের মাস্কটে জরুরি অবতরণে বাধ্য হলো জেট এয়ারওয়েজের একটি যাত্রীবাহী উড়োজাহাজ।

ভারতের মুম্বাই থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইগামী ৯ডব্লিউ-৫৩৬ ফ্লাইটটি বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে নিরাপদে মাস্কট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে।



তবে, অবরতণের পর যাত্রীবাহী উড়োজাহাজটি তল্লাশি করে কোনো সন্দেহজনক বিস্ফোরক বা এ জাতীয় ডিভাইস পাওয়া যায়নি।

সূত্রের বরাত দিয়ে ওমানের সংবাদমাধ্যম জানায়, ফ্লাইটটির পাইলট সংশ্লিষ্ট এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের বোমাতঙ্কের কথা জানালে সেটিকে তৎক্ষণাৎ মাস্কট এয়ারপোর্টে অবতরণ করতে বলা হয়। কন্ট্রোলারদের নির্দেশনায় স্থানীয় সময় দুপুর ১টা ৮ মিনিটে উড়োজাহাজটি মাস্কটের মাটিতে নিরাপদে অবতরণ করে। এরপর উড়োজাহাজের যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

জেট এয়ারওয়েজের মহাব্যবস্থাপক রিয়াজ কাতেরি বলেন, উড়োজাহাজটি এখন মাস্কট এয়ারপোর্টে  রয়েছে। বোমাতঙ্কের কারণে এয়ারপোর্টটি মিনিট দশেক বন্ধ রাখা হয়। আমরা উড়োজাহাজটি পুরোপুরি নিরাপদ ঘোষণা করতে তৎপরতা চালিয়ে যাচ্ছি।

পুরোপুরি নিশ্চিত হওয়ার পর ফ্লাইটটি তার গন্তব্যে ছেড়ে যাবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।