ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

ইউনাইটেড এয়ারওয়েজের ১২তম সাধারণ সভা অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৫
ইউনাইটেড এয়ারওয়েজের ১২তম সাধারণ সভা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেডের শেয়ারহোল্ডারদের ১২তম অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) রাজধানীর পলওয়েল কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।



ইউনাইটেড এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরীসহ অন্যান্য পরিচালকরা এ সভায় উপস্থিত ছিলেন।

সভায় শেয়ারহোল্ডাররা অনুমোদিত মূলধন, পরিশোধিত মূলধন বৃদ্ধি এবং ইউনাইটেড এয়ারওয়েজের ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক আলোচনায় অংশ নেন।

এ সময় ইউনাইটেড এয়ারওয়েজের কর্ম পরিকল্পনার ওপর বিনিয়োগকারীরা তাদের পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন। এছাড়াও সফলভাবে নবম বছরে পদার্পণ করায় ইউনাইটেড এয়ারওয়েজের পরিচালনা পরিষদসহ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান বিনিয়োগকারীরা।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৫
এমআইএস/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।