ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

লন্ডনে এজেন্টদের পুরস্কার দিল বিমান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
লন্ডনে এজেন্টদের পুরস্কার দিল বিমান

ঢাকা: লন্ডনে প্যাসেঞ্জার সেলস এজেন্ট এবং কার্গো সেলস এজেন্টদের মধ্যে ‘টপ সেলস অ্যাওয়ার্ড’ বিতরণ করেছে রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ ‍এয়ারলাইন্স।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, গত ৩ নভেম্বর লন্ডনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উদ্যোগে আয়োজিত ‘টপ সেলস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ বছর মোট ১৯টি প্রতিষ্ঠানকে এ অ্যাওয়ার্ড ও সম্মাননা সনদ দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামাল উদ্দিন আহমেদ, বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী এবং লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার আব্দুল মান্নান প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
পিআর/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।