ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

বিমানের এমডি হেইডের পদত্যাগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
বিমানের এমডি হেইডের পদত্যাগ

ঢাকা: বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাইল হেইড পদত্যাগ করেছেন।

রোববার (১০ জানুয়ারি) দুপুর ২টার দিকে তিনি পদত্যাগ করেন বলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।



মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বাংলানিউজকে বলেন, কাইল হেইড এখন বাংলাদেশে নেই। দেশের বাইরে থেকেই তিনি বিমানের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামালউদ্দিন আহমেদ বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন। এরপর পদত্যাগের বিষয়টি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননকে অবহিত করা হয়।

তিনি আরও বলেন, কিছুদিন ধরে গুঞ্জন ছিল, তিনি পদত্যাগ করছেন। নতুন এমডি নিয়োগ না দেওয়া পর্যন্ত উইং কমান্ডার (অব.) এম আসাদুজ্জামান বিমানের ভারপ্রাপ্ত এমডি’র দায়িত্ব পালন করবেন। নতুন নিয়োগের ক্ষেত্রে আগ্রহীদের ইন্টারভিউ নেবে বোর্ড। যোগ্যব্যক্তিই নিয়োগ পাবেন। তবে আমরা ধারণা করছি, আবারো কোনো বিদেশিকে এ দায়িত্ব দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬/আপডেট: ১৬৩৯ ঘণ্টা
এসকেএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।