ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

ঘন কুয়াশায় শাহজালালে ফ্লাইট ওঠানামায় বিঘ্ন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
ঘন কুয়াশায় শাহজালালে ফ্লাইট ওঠানামায় বিঘ্ন

ঢাকা: মাঘের শীতের সঙ্গে ঘন কুয়াশার দাপটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানাম‍া ব্যাহত হচ্ছে। বিমানবন্দর থেকে যেমন নির্ধারিত সময়ে কোনো ফ্লাইট উড়তে পারছে না, তেমনি নামার চেষ্টা করে ব্যর্থ হয়ে আকাশে চক্কর দিতে হচ্ছে একাধিক ফ্লাইটকে।



রোববার (২৪ জানুয়ারি) ফ্লাই দুবাইয়ের এফজেড৫৮৭ ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১২টা ১৬ মিনিটে দুবাই থেকে ছেড়ে আসে। ভোর ৬টা ২ মিনিটে ফ্লাইটটির শাহজালাল বিমানবন্দরে নামার কথা থাকলেও ঢাকার আকাশে কয়েক দফায় চক্কর দিয়ে ব্যর্থ হয়ে মায়ানমারের আন্তর্জাতিক বিমানবন্দরে চলে যায়।

বিমানবন্দর সূত্র বলছে, কেবল এফজেড৫৮৭ ফ্লাইটটিই নয়, শারজাহ থেকে আসা এয়ার এশিয়ার একটি ফ্লাইট, কুয়ালালামপুর থেকে আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইট এবং দোহা থেকে আসা কাতার এয়াওয়েজের একটি ফ্লাইট দীর্ঘ সময় ঢাকার আকাশে চক্কর দিতে দেখা গেছে।  

এছাড়া, যে ফ্লাইটগুলোর ভোরে ঢাকা ছেড়ে যাওয়ার কথা সে ফ্লাইটগুলোকেও ওড়ার সময় পেছাতে হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬/আপডেটেড ০৯৩১
এইচএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।