ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

এমিরেটসের নেটওয়ার্কে যুক্ত হচ্ছে ইয়াংগুন ও হ্যানয়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
এমিরেটসের নেটওয়ার্কে যুক্ত হচ্ছে ইয়াংগুন ও হ্যানয় ছবি: সংগৃহীত

ঢাকা: এমিরেটস এয়ারলাইন চলতি বছরের ৩ আগস্ট দুবাই থেকে ইয়াংগুন ও হ্যানয়ে একটি দৈনিক লিংকড ফ্লাইট শুরুর ঘোষণা দিয়েছে। ফ্লাইটটি দুবাই-ইয়াংগুন-হ্যানয়-ইয়াংগুন-দুবাই রুটে চলাচল করবে।



নতুন ফ্লাইট চালু হলে দক্ষিণ পূর্ব এশিয়ায় এমিরেটস নেটওয়ার্ক আরো সুসংহত হবে এবং মিয়ানমার ও ভিয়েতনামের যাত্রীরা এয়ারলাইনের বৈশ্বিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।

একই সঙ্গে ইয়াংগুন ও হ্যানয়ের মধ্যে ভ্রমণকারী যাত্রীদের জন্য নতুন ফ্লাইট অপশন উন্মুক্ত হবে।

ফ্লাইটটি চালু হওয়ার পর এমিরেটস নেটওয়ার্ক দক্ষিণ পূর্ব এশিয়ার ৭টি দেশের ১২টি শহরে বিস্তৃত হবে।

এর আগে আগামী ৩০ মার্চ থেকে ফিলিপাইনের সিবুল ও ক্লার্কে ফ্লাইট চালু করছে এমিরেটস।

তিন শ্রেণিবিশিষ্ট বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজের মাধ্যমে ইয়াংগুন ও হ্যানয়ে ফ্লাইট পরিচালনা করবে দুবাইভিত্তিক এয়ারলাইন্সটি।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।