ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

রাজশাহী কিংস’র এয়ারলাইন পার্টনার হলো নভোএয়ার

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
রাজশাহী কিংস’র এয়ারলাইন পার্টনার হলো নভোএয়ার

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল)-২০১৬ অংশ নেওয়া দল রাজশাহী কিংস-এর এয়ারলাইন পার্টনার হলো বেসরকারি সংস্থা নভোএয়ার।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাজশাহী কিংস ও নভোএয়ারের মধ্যে এ সংক্রান্ত এক চুক্তি সই হয়।

নভোএয়ারের বিজ্ঞাপন এবং বিপণন বিভাগের প্রধান সোহেল মজিদ ও রাজশাহী কিংস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাহমিদ আজিজুল হক চুক্তিপত্রে সই করেন।

এ সময় নভোএয়ারের অর্থ বিভাগের প্রধান গোলাম সারোয়ার, বিজ্ঞাপন এবং বিপণন বিভাগের ব্যবস্থাপক এ কে এম মাহফুজুল আলম উপস্থিত ছিলেন।

নভোএয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সামাজিক দায়িত্ববোধ থেকে সংস্থাটি সব সময় নানা ধরনের সামাজিক-সাংস্কৃতিক আয়োজনে পৃষ্ঠপোষকতা করে আসছে। সেই ধারাবাহিকতায় দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট ও আকর্ষণীয় এই আয়োজনে সম্পৃক্ত হলো নভোএয়ার।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।