ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

ফেব্রুয়ারিতে সিঙ্গাপুর, মার্চে কুয়ালামপুর ও কাতারে ইউএস-বাংলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
ফেব্রুয়ারিতে সিঙ্গাপুর, মার্চে কুয়ালামপুর ও কাতারে ইউএস-বাংলা আন্তর্জাতিক আকাশে আরও বিস্তৃত হচ্ছে ইউএস-বাংলা

ফেব্রুয়ারিতে সিঙ্গাপুর ফ্লাইট চালু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। আর মার্চেই শুরু হবে কুয়ালালামপুর ও কাতার রুটে ফ্লাইট অপারেশন্স।

এর মধ্য দিয়ে আন্তর্জাতিক আকাশে দেশের প্রধান বেসরকারি এয়ারলাইন্সটির ডানা আরও বিস্তৃত হচ্ছে।

আর এই ফ্লাইট অপারেশনে পুরোপুরি প্রস্তুত ইউএস-বাংলা।

ফেব্রুয়ারিতেই এর বহরে যোগ হবে একটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ। আগে থেকেই রয়েছে এমন দুটি উড়োজাহাজ, যা দিয়ে ঢাকা-কাঠমাণ্ডু-ঢাকা, ঢাকা-মাসকাট-ঢাকা ফ্লাইট চলছে।

ঢাকা-কলকাতা-ঢাকা রুটেতো রয়েছে প্রতিদিনের ফ্লাইট। রয়েছে চট্টগ্রাম থেকে সরাসরি কলকাতার সংযোগ। যা চলছে বোয়িং-৭৩৭ দিয়ে।

সেবা ও মানে ইউএস-বাংলা আগে থেকেই এগিয়ে। এখন একে একে বাড়ছে প্রতিষ্ঠানটির উড়োজাহাজের সংখ্যা। দেশের আকাশের সবকটি রুটেই রয়েছে ইউএস-বাংলার ফ্লাইট। যা গুনগত মানে সকল ফ্লাইট অপারেশন্সকে ছাপিয়ে।

সর্বোচ্চ যাত্রীসেবা দিয়ে যথা সময়ে ফ্লাইট অপারেশনে সুনাম কুড়িয়েছে প্রতিষ্ঠানটি।

নিরাপদ আকাশ ভ্রমণে দক্ষ হাতে ফ্লাইট অপারেশন ইউএস-বাংলার অঙ্গীকার। ফলে এর ওপর যাত্রীর আস্থা রয়েছে।

ধীরে ধীরে এশিয়ার সবচেয়ে নির্ভরযোগ্য, যাত্রীর কাছে সবচেয়ে অগ্রাধিকারের এয়ারলাইন্স হয়ে উঠতে চায় ইউএস-বাংলা। আর একসময় তার ডানা বিস্তৃত করতে চায় আরও দূরে আন্তর্জাতিক পরিমণ্ডলে। নতুন নতুন আধুনিক উড়োজাহাজ যুক্ত করার এই ধারাবাহিকতা অব্যাহত রাখার মধ্য দিয়েই একদিন তা সম্ভব করে তুলবে প্রতিষ্ঠানটি।
 
বাংলাদেশ সময় ১১২৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।